অবস্থানঃ গুটুদিয়া এ,সি,জি,বি মাধ্যমিক বিদ্যালয়টি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার অন্তর্গত ১৩ নং গুটুদিয়া ইউনিয়নের মধ্যদিয়ে প্রবাহিত খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সন্নিকটে অবস্থিত।
গুটুদিয়া এ,সি,জি,বি মাধ্যমিক বিদ্যালয়টি ২৬/০৯/১৯৪৩ ইং তারিখ থেকে আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করে। বিদ্যালয়টি প্রতিষ্টার পেছনে প্রধান অবদান রাখেন অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী অটল চন্দ্র গোলদার। তিনি তার পিতা অক্কুর চন্দ্র গোলদার বান্দবের নামানুসারে বিদ্যালয়টি স্থাপন করেন। ১৯৩৯ সালে তিনি .৬৩ একর জমি দান করেন এবং এলাকার আরো কিছু বিদ্যোৎসাহী ব্যক্তির সহায়তায় ১৯৪৩ সালে এটি কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জুনিয়র ও ১৯৪৫ সালে মাধ্যমিক হিসাবে স্বকৃতি পায়। বিদ্যালয়ের প্রধান সচিব ছিলেন প্রতিষ্ঠাতা নিজে। পরবর্তীতে ১৯৫৫ সালে বাবু শিশুবর গোলদার ১.৭৬ একর জমি দান করে বিদ্যালয়ের পরিকাঠানো উন্নয়নে বড় ধরনের অবদান রাখেন। জমিদান ছাড়াও যারা বিদ্যালয় প্রতিষ্ঠা কাজে অর্থ ও শ্রম দিয়েছেন তারা হলেন জনাব মোঃ কাজী কলিম হোসেন, জনাব মোঃ আঃ গণি মোড়ল, বাবু ধীরেন্দ্র নাথ রায়, জনাব আঃ আজিজ কাজী, জনাব মোঃ জয়নাল সরদার, জনাব মোঃ চাঁন মোড়ল, জনাব মোঃ সিদ্দিক মোড়ল, বাবু নীলকান্ত কবিরাজ, বাবু দৈবচরণ সরদার, জনাব নাজের আলী ফকির, বাবু রাজকৃষ্ণ বিশ্বাস, জনাব মোঃ আঃ গফুর মোল্যা, জনাব মোঃ আঃ বারিক গাজী, বাবু অটল বিশ্বাস প্রমুখ। বিদ্যালয়টি প্রথম এমপিও ভুক্ত হয় ১৯৮৫ সালে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর বিদ্যালয়ের ভগ্নদশা ফিরিয়ে আনার জন্য অত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব খান মুজিবুর রহমান দীর্ঘ ২৫ বছর ধরে বিভিন্ন সময় আগর ম্যানেজিং কমিটির সহায়তায় নিরলস পরিশ্রম করে যান। বর্তমানে বিদ্যালয়টি শিক্ষক-শিক্ষকা, অভিভাবক ও এলাকার সুধীজনের সহযোগীতায় একটি যুগোপযোগী শিক্ষার সাথে সংগতি রেখে সুষ্ঠ ও সুন্দরভাবে শিক্ষাকার্যক্রম চালিয়ে যাচ্ছে।
অবস্থানঃ গুটুদিয়া এ,সি,জি,বি মাধ্যমিক বিদ্যালয়টি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার অন্তর্গত ১৩ নং গুটুদিয়া ইউনিয়নের মধ্যদিয়ে প্রবাহিত খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সন্নিকটে অবস্থিত।
গুটুদিয়া এ,সি,জি,বি মাধ্যমিক বিদ্যালয়টি ২৬/০৯/১৯৪৩ ইং তারিখ থেকে আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করে। বিদ্যালয়টি প্রতিষ্টার পেছনে প্রধান অবদান রাখেন অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী অটল চন্দ্র গোলদার। তিনি তার পিতা অক্কুর চন্দ্র গোলদার বান্দবের নামানুসারে বিদ্যালয়টি স্থাপন করেন। ১৯৩৯ সালে তিনি .৬৩ একর জমি দান করেন এবং এলাকার আরো কিছু বিদ্যোৎসাহী ব্যক্তির সহায়তায় ১৯৪৩ সালে এটি কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জুনিয়র ও ১৯৪৫ সালে মাধ্যমিক হিসাবে স্বকৃতি পায়। বিদ্যালয়ের প্রধান সচিব ছিলেন প্রতিষ্ঠাতা নিজে। পরবর্তীতে ১৯৫৫ সালে বাবু শিশুবর গোলদার ১.৭৬ একর জমি দান করে বিদ্যালয়ের পরিকাঠানো উন্নয়নে বড় ধরনের অবদান রাখেন। জমিদান ছাড়াও যারা বিদ্যালয় প্রতিষ্ঠা কাজে অর্থ ও শ্রম দিয়েছেন তারা হলেন জনাব মোঃ কাজী কলিম হোসেন, জনাব মোঃ আঃ গণি মোড়ল, বাবু ধীরেন্দ্র নাথ রায়, জনাব আঃ আজিজ কাজী, জনাব মোঃ জয়নাল সরদার, জনাব মোঃ চাঁন মোড়ল, জনাব মোঃ সিদ্দিক মোড়ল, বাবু নীলকান্ত কবিরাজ, বাবু দৈবচরণ সরদার, জনাব নাজের আলী ফকির, বাবু রাজকৃষ্ণ বিশ্বাস, জনাব মোঃ আঃ গফুর মোল্যা, জনাব মোঃ আঃ বারিক গাজী, বাবু অটল বিশ্বাস প্রমুখ। বিদ্যালয়টি প্রথম এমপিও ভুক্ত হয় ১৯৮৫ সালে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর বিদ্যালয়ের ভগ্নদশা ফিরিয়ে আনার জন্য অত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব খান মুজিবুর রহমান দীর্ঘ ২৫ বছর ধরে বিভিন্ন সময় আগর ম্যানেজিং কমিটির সহায়তায় নিরলস পরিশ্রম করে যান। বর্তমানে বিদ্যালয়টি শিক্ষক-শিক্ষকা, অভিভাবক ও এলাকার সুধীজনের সহযোগীতায় একটি যুগোপযোগী শিক্ষার সাথে সংগতি রেখে সুষ্ঠ ও সুন্দরভাবে শিক্ষাকার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
শংকর কুমার মন্ডল | 01714514874 | gupc111@gmail.com |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
জানা নেই
জানা নেই
জানা নেই
খুব সুন্দর
প্রত্যেক বছর খুব ভালো ফলাফল হয়।
স্কুলে যাতে করে আরো ভালো ফলাফল হয় সে দিক লক্ষ্যে রেখে এগিয়ে যাওয়া।
গ্রাম- গুটুদিয়া, ডাকঘর-গুটুদিয়া
উপজেলা- ডুমুরিয়া, জেলা-খুলনা।
মোট ছাত্র 426 মেধাবী অনেক
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস