পূর্ববর্তী মামলার রায়
পূর্বের মামলার রায়ের ক্ষেত্রে মামলাটি সরেজমিনে তদন্ত করে স্বাক্ষীর উপর নির্ভর সরকার কৃর্তক গ্রাম আদালত আইন অনুযায়ী রায় প্রদান করা হয়। মামলার আর্জি অনুযায়ী উভয় পক্ষকে নোটিশ প্রদানের মাধ্যমে শুনানীর ধার্য তারিখ জানানো হয় এবং সকলের উপস্থিতিতে রায় প্রদান করা হয়।
গ্রাম আদালতে এপ্রিলমাসের নিষ্পত্তিকৃত মামলার রায়সমূহ
মামলা নং |
শুনানী তারিখ |
বিবরণ |
রায়/সিদ্ধান্ত |
১২/২০১৩
|
২৪/০৪/২০১৭ ইং |
বাদী-মোঃ জুমাত আলী, পিতা- আঃ জব্বার, গুটুদিয়া,। বিবাদী-১। মোঃ সাইদুর রহমান, ২। মোঃ স্বপন মিয়া,সর্ব পিতা-মৃত বছরদ্দিন,গুটুদিয়া। বিদেশ পাঠানোর নামে উল্লেখিত পরিমান টাকা নেয়। স্বাক্ষীগনের সাথে বাদীর আর্জির সম্পূর্নরূপে মিল আছে। অত্র আদালতে বাদীর আর্জি সত্য প্রমানিত হয়। |
বিবাদীদেরকে বাদীর নিকট থেকে গৃহীত টাকা ১ মাসের মধ্যে ইউপি ওয়ার্ড সদস্য মোঃ মোঃ কাজী জাকিরসাহেবের নিকট ফেরৎ প্রদানের রায় অত্র আদালত প্রদান করেন। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস