সুজলা সুফলা শষ্য শ্যামলা নদী মাতৃক এ্বাই বাংলাদেশ। এই বাংলাদেশেরই দক্ষিণ অঞ্চলে খুলনা জেলা অবস্থিত। খুলনা জেলার উত্তর পশ্চিম অঞ্চলে খুলনা জেলার সীমানা লগ্নে ডুমুরিয়া উপজেলার ১৩নং ইউনিয়ন অবস্থিত। এই গুটুদিয়া ইউনিয়ন অতি প্রাচিন বিল এলাকা হিসাবে পরিচিত ছিল। এ গুটুদিয়া ইউনিয়নের মধ্য দিয়ে সন্ধ্যা নদীর শাখা প্রবাহিত হয়ে শালতা নদীতে মিলিত হয়েছে। এই নদীর নাম এলাকায় কচা নদী নামে পরিচিত। এ কচা নদী দিয়ে গুটুদিয়া হইতে সাতলার দিকে একটি নদী প্রবাহীত হয়েছে। যাহার নাম স্থানীয় ভাবে শালতা খাল নামে পরিচিত। একচা নদী দিয়ে একটি খাল ইন্দের হাটের সাথে মিলিত হয়েছে। যাহার নাম স্থানীয় ভাবে ভারানির খাল নামে পরিচিত। এছারা বিলের ভিতর থেকে এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াতের জন্য কয়েকটি খাল রয়েছে। যার নাম সন্যাসির খাল, ভোজনের খাল, সেনের খাল, জামবাড়ীর খাল, ভাবকের খাল, পতকের খাল, দাসের হাওলার খাল, বিশ্বাসের খাল, ভীম মন্ডলের খাল ও পূর্ব হারতা সীমানার খাল। এ খাল দিয়ে হত দরিদ্র জেলেরা মাছ আহরন করে তাদের জিবিকা নির্বাহ করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস