১৩নং গুটুদিয়া ইউনিয়ন পরিষদের কার্য্যবিবরনী-
ডুমুরিয়া, খুলনা।
বিশেষ অধিবেশন নং-০২
(অবকিলনকল)
স্থানঃ ইউ,পি,ভবন তারখিঃ ১৬-১১-২০১৯খ্রিঃ
সভাপতিঃ জনাব আবুল হাসান গাজী
১। জনাব মোঃ আবুল হাসান গাজী ৬। জনাব জয় কুমার মন্ডল
২| মিনাক্ষী রায় ৭। তরুন তরফদার
৩। জাকিয়া সুলতানা ৮। বায়েজিদ হালদার
৪। নিউটন মন্ডল ৯। মেহেদী হাসান মিন্টু
৫। অনাদী কুমার বিশ্বাস ১০। মোঃ শেখ আব্দুল গফ্ফার
অদ্যকার সভা পরিষদ চেয়ারম্যান জনাবজনাব মোঃ আবুল হাসান গাজী এর সভাপতিত্বে আরম্ব হয়।
মসিক সভার সিদ্ধান্ত সমূহঃ
সভাপতি সাহেবের বক্তব্য লয়ে বিস্তারিত আলোচনান্তে নিম্নবর্ণিত প্রকল্প তালিকা প্রনয়ণ করার সিদ্ধান্ত গ্রহিত হয়।
২০১৮-২০১৯ অর্থ বছরে টি আর প্রথম পর্যায়ের খাত ওয়ারী প্রকল্প নিম্নরুপঃ
১। ০৯ ওয়ার্ড কোমলপুর,ঈদগাহজামে মসজিদের উন্নয়ন । বরাদ্দ ৬৪,৭০০/-
২। ০৫ নং ওয়ার্ড কুলটি মতুয়া মন্দির ও ০৪ নং ওয়ার্ডে পঞ্চু কালী মন্দিরের উন্নয়ন। বরাদ্দ- ৪০,০০০/-
অতঃপর সভায়আর বিশেষ কোন আলোচ্য সূচি না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ঞ্ছাপন করে সমাপ্তি করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস