প্রধান যোগাযোগ ব্যবস্থা :।
বিস্তারিত:১৩নং ইউনিয়ন কাউন্সিলের পাশ দিয়ে বয়ে গেছে খুলনা, সাতক্ষীরা মহাসড়ক। সেখানে যাতায়াতের প্রধান ব্যবস্থা ব্যাস। এছাড় গুটুদিয়া ইউনিয়স পরিষদ এমন জায়গায় অবাস্থিত যেখান খেকে সড়ক পথে বাংলাদের যেকোন জায়গায় যাওয়া যায়। তাছাড়া সহজ যাতাযাতের অল্প পথ যেথে রয়ে, ভ্যান,মটরজান,ইজিবাইক,মাহেন্দ্র.ইত্যাদি।
১। গুটদিয়া থেকে জিলেরডাঙ্গা সড়ক পর্যন্ত ভ্যান, ইজিবাইক, ।
২। গুটুদিয়া থেকে ডুমুরিয়া পর্যন্ত মাহেন্দ্র, ইজিবাইক, বাস, ট্রাক ইত্যাদি।
৩। গুটদিয়া থেকে খড়িয়া পর্যন্ত ভ্যান, মোটর সাইকেল প্রধান যাতায়াতের ব্যবস্থা।
৪। থেকে লতা,খামারবাটি, ধাইগ্রাম,পাহাড়পুর, পর্যন্ত ভ্যান, নছিমন, করিমন , মঠরসাইকেল প্রধান যাতায়াতের ব্যবস্থা।
৫। গুটুদিয়া থেকে কুলটি পর্যন্ত যাতায়াতের প্রধান ব্যবস্থা হলো ভ্যান,করিমন,ও মঠরসাইকেল ।
৬। ডুমুরিয়া থানায় যাতায়াতের জন্য প্রধান ব্যবস্থা হলো ভ্যান, মটর সাইকেল, ইজিবাইক, বাই সাইকেল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস