বাংলাদেশে মোট ৬৪টি জেলার মধ্যে খুলনা জেলা অন্যতম। আর এ জেলায় রয়েছে মোট ৭ টি উপজেলা, এর মধ্যে ডুমুরিয়া অন্যতম। আর এ উপজেলার অন্য একটি ইউনিয়ন ১৩নং গুটুদিয়া ইউনিয়ন পরিষদ। আর ইউনিয়নে আছে মোট ৯ টি ওয়ার্ড। রয়েছে আনেক সুন্দর সুন্দর স্থান।বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভাগীয় শহর খুলনা। এই জেলার ০৯ টি উপজেলার মধ্যে সর্ববৃহৎ উপজেলা ডুমুরিয়া । নদীমাতৃক ডুমুরিয়া উপজেলার আয়তন ৪৫৪.২৩ বর্গকিলোমিটার। অবস্থান: ২২°৩৯´ থেকে ২২°৫৬´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°১৫´ থেকে ৮৯°৩২´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে মনিরামপুর উপজেলা, অভয়নগর উপজেলা এবং ফুলতলা উপজেলা, দক্ষিণে বটিয়াঘাটা উপজেলা ও পাইকগাছা উপজেলা, পূর্বে খানজাহান আলী, খালিশপুর এবং সোনাডাঙ্গা থানা ও বটিয়াঘাটা উপজেলা, পশ্চিমে তালা উপজেলা, অভয়নগর উপজেলা, মনিরামপুর উপজেলা ও কেশবপুর উপজেলা। জলাশয় প্রধান নদী: শিবসা নদী ও সিংড়াইল। প্রধান বিল: বিল ডাকাতিয়া। প্রশাসন থানা গঠিত হয় ২৫ মার্চ ১৯১৮ এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস